| |
               

মূল পাতা প্রবাস  ঢাকার প্রথম মেয়র আবুল হাসনাত ইন্তিকাল করেছেন


 ঢাকার প্রথম মেয়র আবুল হাসনাত ইন্তিকাল করেছেন


রহমত নিউজ ডেস্ক     16 September, 2022     06:38 PM    


ঢাকার প্রথম মেয়র সাবেক মন্ত্রী ব্যারিস্টার আবুল হাসনাত ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  লন্ডনে স্থানীয় সময় ভোর ৫টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।  

সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী হাসনাত ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। করোনা সংক্রামনের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি।  

মৃত্যুকালে ব্যারিস্টার হাসনাত স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও এক মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন।

ব্যারিস্টার আবুল হাসনাত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন ১৯৭৭ সালে। ওই সময়ে কমিশনার ভোটে নির্বাচনের বিধান ছিলো। এরপর ১৯৯০ সালে তিনি সরাসরি ভোটে আবার মেয়র নির্বাচিত হন। 

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন আবুল হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এম এরশাদের মস্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন তিনি।  

১৯৯০ সালে তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদের পতনের পর জাতীয় পার্টি ছেড়ে ব্যারিস্টার হাসনাত আবার নিজের প্রতিষ্ঠিত দল বিএনপিতে যোগ দেন এবং স্থায়ী কমিটির সদস্য হয়েছিলেন।